ATEXSA

ঈদ কথন

ঈদ কথন

সময়টা নব্বইয়ের দশক | আশুগঞ্জ পিডিবি কলোনির ওই দিনগুলোতে আমাদের ঈদ শুরু হতো রোজার শুরু থেকেই | আমরা রোজা রাখতাম আর ভাঙতাম সাইরেনের শব্দে | রোজায় কখনো স্কুলে গিয়েছি বলে মনে পড়েনা | রোজার শুরু থেকেই স্কুলে বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষার কোর্স শুরু হতো। রোজার শুরুতেই ক্রিকেট লিগ শুরু হতো | যার ফাইনাল হতো ২০ রোজার পর | যার পুরস্কার গুলো আজ পর্যন্ত দেয়া হয়েছে বলে জানা যায়নি | প্রতি রাতে তারাবি নামাযের নামে আমরা বাসা থেকে বের হওয়ার সুযোগ পেতাম | লাইফের অনেক স্মৃতি সম্পাদন হয়েছে ওই সময়ে | ২৭ রমজানের রাত ছিল তার মধ্যে অন্যতম ।

বাইরে থেকে ইফতার কেনার মানে হচ্ছে পিডিবি ক্যান্টিনের বুরিন্দা আর জিলাপি | মাসকালার ডালের জিলাপির সেই স্বাদ আজো খুঁজে ফিরি | আসরের নামাজ মসজিদেই পড়তাম | তারপর কলোনির মেইন রাস্তায় চক্কর | ফ্রিজ আসার আসার আগ পর্যন্ত বরফ নিয়ে আসতো ফেরীওয়ালা । বাসায় বাসায় ইফতারি দিতে যেতাম আম্মার সাথে । আব্বার ছিলো শিফটিং ডিউটি। যেদিন বিকেলে অফিস থাকতো, গাড়ী আসতো ইফতার নিতে ।

ঐ সময় ঈদকার্ড দেয়ার দেয়ার খুব চল ছিল । সাধারন কার্ডের দাম ছিল দুই থেকে পাঁচ টাকা আর দামী গুলো ১০ টাকা। কার্ডের ছিল তিনটা অংশ : মূল কার্ড, ভেতরে একটি পাতা এবং একটি খাম ।

আমরা অপেক্ষা করতাম কখন আব্বা বোনাস পাবেন| কেনাকাটার দৌড় ভৈরব বা ব্রাম্মনবাড়িয়ার মার্কেট| নতুন কেনা জামা যেন কেউ না দেখে তার জন্য সবরকম ব্যবস্থা করা থাকতো। নতুন জুতা পরে খাটের উপর হাটতাম, তবে ভুলেও নতুন জামা আগে পরে ফেলতাম না ।

প্রতি ঈদেই নতুন ক্যাসেট বের হতো । আমরা ৩৫ টাকা খরচ করে সেই ক্যাসেট কিনতাম এবং কেনার দিন থেকে থেকে ঈদের পরে আরো দুইদিন তিনদিন আমরা সেগুলো বাজাতাম । এলআরবি, সোলস, ওয়ারফেইজ, মাইলস, ফিডব্যাক, ফিলিংস, আর্ক-হাসান মাতিয়ে রাখতো আমাদের ।

ঈদের আগে আগে “ঈদ মোবারক” বানানোর প্রচলন ছিল । জিনিষটা দারুন। কাগজের বাক্সে কেটে কেটে ঈদ মোবারক লিখা থাকতো আর পাশে থাকতো মিনার সহ মসজিদ। বাক্সের ভেতরে থাকতো ১০০ ওয়াটের বাল্ব যা জ্বলতো আর নিভতো । কারো কারোটা ঘুরতো । কে কত ভালো ডিজাইনের বানাতে পারে তার প্রতিযোগিতা হতো । আমরা সবারটা দেখতে বের হতাম ।

ঈদের সময় স্টল দেওয়ার প্রবণতা দেখা যেত যেখানে ৭ টাকার কোক ১০ টাকায় বিক্রি করা হতো বেশী লাভের আশায় । চটপটিও পাওয়া যেত এখানে ।


Best Regards 
Mahmudul Haq Parvez
+880-1833-181368 / +880-1711-596322